তখন ফাগুন মাস, ভালোবাসার গন্ধ এলো নাকে। সে গন্ধে মোহিত হলো হৃদয়। বয়োসন্ধিক্ষণে সে গন্ধে মাতেয়ারা মন। দুচোখে রঙের প্লাবন। হাজার রমধনু ডোবে আর ওঠে। মনময় স্বপ্নের আবহ। স্মৃতির পাতা থেকে টুকতে টুকতে সাদা কাগজ বাংলা হরফে ভরে উঠলো।
মনের সযত্নে লালিত ভাবনা গুলো জীবন পেলো যেন। মনটাও ভরে উঠলো আনন্দে।
ভালোবাসার অনেক রূপকে খুব কাছ থেকে অনুভব করলাম। ভাবনাগুলেকে সাজালাম নানাবিদ অলঙ্কারে আর ছন্দে। মন ভরলো, কিন্তু তা সাহিত্য হলো কি না, তা বিচার করবেন পাঠক।
'বর্ণদ্বীপ', 'ইতি তোমার স্মৃতি', এবং তৃতীয় কাব্যগ্রন্থ 'ভালো থেকো ভালোবাসা' যদি কারও মনকে আলোড়িত করতে পারে আমার শ্রম সার্থক হবে।
✒️স্মৃতি মল্লিক সাহা
স্মৃতি মল্লিক সাহা
প্রকাশক- তালপাতা পাবলিকেশন
বাধাঁই- হার্ডব্যাক
পৃষ্ঠা- ১১২
মুদ্রিত মূল্য- ২২৫.০০ টাকা
“ভালোবাসার এমন কাব্যময় প্রকাশ,
এক কথায় অনবদ্য।”