স্মৃতি’র কবিতা বীথি
যদি সে একবার ডাকে,
দুজনেই একা, আয় চলে আয়,
ঠিক চলে যাবো,তাকাবো না ফিরে,
চোখ দুটি কার অশ্রু বানে ভেসে যায়।
যারা ভালোবেসে ঘিরেছে আমায়,
যে চাঁদ রাতে জ্যোৎস্না ভরায়।
জীবন ছড়ার কোলাজ খুলে,
তার ডাকে যাবো সব কিছু ভুলে।
সেই কবে ছেড়েছি ঘরের মায়া,
শুধু ধরে আছি তার ছায়া।
এ সংসার আর আগের মত টানে না আমায়,
তার কাছে ফিরে, পূর্ণ হবো কানায় কানায়।
ভোরের সূর্য ওঠা,পাখির কলরব,
সুখের পেয়ালা, পড়ে রবে সব।
ধবধবে রাতের বিছানা,
উষ্ণ ওষ্ঠের তাপ, বাহুর মাদকতা
খোলা ছাদে জ্যোৎস্নার আলো মাখা প্রেম,
কনকনে শীতে লেপের আড়াল,
আবেগী প্রলাপ আর হৃদয়ের সংলাপ।
সব কিছু তুচ্ছ হয়ে পড়ে থাক,
যদি একটি বার শুনি তার ডাক।
আকাশের নীল কুঞ্জে পুঞ্জ পুঞ্জ সোনা রঙ ঝরে,
কখনও দ্বিপ্রহর যামে, কভু বা সাগর সঙ্গমে।
তাপিত শরীরে বসে থাকি বালুতটে, যদি বর্ষা হয়ে ঝরো, ভেজার আশায়
ঘাসে ঘাসে সবুজ প্রত্যুষ গন্ধ বিলাও মুক্তির কামনায় ?
হিমেল হাওয়ায় শিশির দোলে প্রতীক্ষার আলো পড়ে না আমার ঘরে!
কখনো স্বর্ণ কায়ায় পদ্ম পদতল ছোঁয় ঝিনুকের প্রাণ,
সে দিনও হৃদয় জুড়ে সুপ্ত ছিল প্রেম অফুরাণ…!
ভিক্ষার ঝুলি যদি ভরিয়ে দাও কণা কণা মুঠি ভরা আলো,
মেঘের আঁচল ঢেকে জ্যোৎস্না রাশি ঢালো আরও ঢালো। সারারাত, আঁচল ঢাকা মুখ।
কখনো ফুলের গন্ধে কখনো পাখির ডাকে
তোমার অকপট প্রেমে মজে থাকি দিনে কিংবা রাতে ।
অবহেলায় দু’চোখের উপকূলে কুলুকুলু নদী হয়ে নামে,
বাসনার বাসা খানি মোহ মায়ায় থর থর কাঁপে
স্থির প্রতীক্ষার নেই কোন শেষ…!
চোখে মুখে বুকে শরীর রেখায় তীব্র আলো , ও জোনাকি তুমি তো সব জানো!
এ কেমন ব্যর্থ প্রেম?
আকাঙ্ক্ষার হুতাশনে জ্বালিয়ে নিঃশেষ করে দাও , গ্রহণ কালে অবগাহিত হয়ে চাঁদ শুদ্ধ হয়।
আমাদের দুর্লভ প্রেমে চন্দ্রালোক হয়ে যাক ম্লান,
প্রিয়তম সুখস্পর্শ, আর প্রেমের পসরা হাতে ফিরে এসো “পুশান”।
মনের কথা মুখে বলবো নাকি?
চোখের তারায় আলোর লিপি,
উন্মনা হয়ে থাকি।
উজাড় করে সব দিয়েছি, নেইতো কিছু বাকি,
‘ভালোবাসি’ শোনার তাগিদ কেমনে চেপে রাখি।
তুমি যেথায় লুকিয়ে রাখ, সেথায় আমি থাকি,
ভালোবাসার প্রমান দিতে আর কিছু কি বাকি?
বুঝতে পারি, অগাধ ভালোবাস,
বলতে তোমার হয়তো দ্বিধা নাই,
তোমার চোখে লেখা আছি, আমি দেখতে পাই,
কত নিবিড় সে ভালোবাসা তার পরে আর নাই।
তুমি কবি তুমি শিল্পী ,তাই কল্পনার জগতে তোমার বিচরণ।
তুলির টানে আর বর্ণ ঢেলে গড়ছ সারাক্ষণ।
মনের কথা খুলেই বল, থাকছি আশায় আশায়,
দুই হৃদয়ের স্রোত মিলে যাক একটু ভালোবাসায়।
আমার অন্তরের নিভৃত সত্তায় তোমাকেই শুধু পাই।
তুমি ছাড়া এই হৃদয়ে আর কেউতো নাই।
……আচ্ছা তোমার এমন মনে হয় না?
কখনো অনুভব করেছ আমায়? আমার মত করে?
বলো না, ভালোবাসাকে।
তোমার শিল্প সত্তায় আমি আমাকেই পাই।
অস্বীকার করতে পারবে তুমি বলো না ।
তোমার দুচোখে এঁকেছ আমায় পারিনা কিছুতে ভুলিতে
শুনেছি মনের ছবি নাকি ফুটে ওঠে তুলিতে।